Skip to content

ক্রমশ – উদয় দেবনাথ

শােকের সময় আদর ছিল যারা,
আজকে তারাই আঘাত হলো সবে।
হয়তো কোথাও পৃথক ছাদে দুজন,
এক আকাশের সামনে জড়ো হবে ।

তোমার শুধু যোগ্যতা নেই বোঝার,
আমায় তুমি হাত ছাড়লেও পাবে।
তোমায় ভালো থাকার কথা বলে,
মানুষ শেষে দুঃখ দিয়ে যাবে।

কথায় কথায় আছ,
শিকড় চেয়ে খালেদা করবে মাটি।
আমরা এখন মুখোমুখি হলেও,
পরস্পরের বিপরীত হাটি।

আমার দু-চোখ ক্লান্ত হবে সেদিন,
যেদিন তুমি ফিরবে আমার কাছে।
তোমার স্মৃতি হারিয়ে গিয়েও কোথাও,
বুকের ভেতর যত্নে রাখা আছে।

হঠাৎ করেই পড়বে মনে আবার,
আসবে না তাও সকল হাসি ছেড়ে।
সুখের সময় হাজারটা লােক থেকেও,
কয়জন মানুষ বিপদ দেখে ফেরে?

পাথর হয়ে বিদায় দিয়ে তােমায়,
প্রয়োজনে আবার তোমায় ছুঁলো।
আমরা তবু আড়াল করে রাখি,
শর্তে ভরা সম্পর্কগুলো।

[A]

1 thought on “ক্রমশ – উদয় দেবনাথ”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।