Skip to content

[A]

বেহাগ মান্দ কাহারবা

কে এলে মোর চির-চেনা
অতিথি দ্বারে মম।
ফুলের বুকে মধুর মতো
পরাগে সুবাস সম॥
বর্ষা-শেষে চাঁদের মতন
উদয় তোমার নীরব গোপন,
জ্যোৎস্না-ধারায় নিখিল ভুবন
ছাইয়া অনুপম॥
হৃদয় বলে, চিনি চিনি,
হৃদয়ের এ স্বদেশিনি,
আঁখি বলে, দেখিনি তায়,
মন বলে, ‘প্রিয়তম’॥

[A]

1 thought on “কে এলে মোর চির-চেনা – কাজী নজরুল ইসলাম”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।