Skip to content

কাদঁবিনা — শাহদাদ সাজিব

অনেক রঙের শহর
নব্য পিচঢালা পথ।
পথধারে সেই বৃদ্ধ বটগাছ
অনেক লতার নিচে
প্রেম বিরহে কাঁদছে কিশোর
চুপ কর রাসকেল,
কাদঁছিস কেনরে?
প্রেমিকা ছেড়ে পতিতার কাছে
যেতে পারিস না?
অনেক পাতার শহর
নব্য পিচঢালা পথ।
পথধারে সেই কুঁড়ে ঘর।
একটি দুয়ারে দাড়িয়ে
ধর্ষিতা প্রেমিকা কাঁদছে দেখ!
চুপ কর কামিনী
কাদঁছিস কেনরে?
ক্ষুদার্ত কুকুরের মত
প্রেমিককে ছিঁড়ে খেতে পারিস না?
অনেক পতিতার শহর
নব্য পিচঢালা পথ।
পথধারে সেই বাসটার্মিনাল
ভিক্ষা পেতে দাড়িয়ে
এক নারী কাঁদছে দেখ!
চুপ কর মাঘী,
কাদঁছিস কেনরে?
ভিক্ষাবৃত্তি ছেড়ে
দেহ বেচতে পারিস না?

1 thought on “কাদঁবিনা — শাহদাদ সাজিব”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।