Skip to content

কলমা শাহাদতে আছে খোদার জ্যোতি – কাজী নজরুল ইসলাম

[A]

কলমা শাহাদতে আছে খোদার জ্যোতি।
ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি।।
ঐ কলমা জপে যে ঘুমের আগে
ঐ কলমা জপিয়া যে প্রভাতে জাগে,
দুখের সংসার যার সুখময় হয়, তা’র-
তার মুসিবত আসে না কো, হয় না ক্ষতি।।

হরদম জপে মনে কলমা যে জন
খোদায়ী তত্ত্ব তা’র রহে না গোপন,
দীলের আয়না তার হয়ে যায় পাক সাফ,
সদা আল্লার রাহে তার রহে মতি।।

এসমে আজম হতে কদর ইহার
পায় ঘরে ব’সে খোদা রসুলের দিদার,
তাহারি হৃদয়াকাশে সাত বেহেশত নাচে
তার আল্লার আরশে হয় আখেরে গতি।।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।