Skip to content

কচুর স্বাধীনতা – দয়াল দাস

একদিন মানুষেরা কচুদের বলে,
চলো স্বাধীনতা আনি|
কচুরা জানে না,স্বাধীনতার মানে|
মানুষেরা বোঝায়, শুয়োরের হাত থেকে মুক্তির নামই স্বাধীনতা|
কচুরা বোঝে|

সেই থেকে কচু বোঝা মানে ভুল বোঝা|
ক’টা শুয়োর মেরে,
লাখ কচুর কষ ঝরিয়ে
স্বাধীনতা এল|
কচুরা নাচল|
আহা শুয়োরমুক্ত দেশ!
কেউ খাবে না কচু|
কেউ খাবে না?
নোংরা কচুরা বাড়তে বাড়তে
আকাশ ফুড়ে ঈশ্বর পেয়ে যাবে?
কচুরা নাচল|
নাচন থামল|
মানুষও যে কচু খায়|
ক্ষণে ক্ষণে প্রতিবাদ করে কিছু কচু|
সেই থেকে কচু খেলে গলা ধরে|
গলা ধরে,
গলা ধরে একদিন ছিড়েও ফেলবে|

1 thought on “কচুর স্বাধীনতা – দয়াল দাস”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।