Skip to content

কখন আসছ তুমি – পূর্ণেন্দু পত্রী

সকল দুয়ার খোলা আছে
নিমন্ত্রণ-লিপি গাছে গাছে
গাঢ় চুম্বনের মত আকাশ নদীর খুব কাছে
রোদে ঝলোমলো।
কখন আসছ তুমি বলো?
বেলা যায়, দেরী হয়ে যায়
বাসি ফুল বাগানে শুকায়
অন্যান্য সমস্ত লোক আড়ম্বরপূর্ণ হেঁটে যায়
দূরের উৎসবে।
তোমার কি আরো দেরী হবে?
আজ ছিল বড় পুণ্যতিথি
সব ঘরে আত্মীয় অতিথি
পুরনো কাপড় ছেড়ে নতুন বসনে বনবীথি
সেজেছে নবীনা
জানি না তা তুমি জান কিনা।
একা আছি, শূন্যতায় আছি
বুকে ওড়ে বিতৃষ্ণার মাছি
মনের সংলাপ থেকে যা কিছু বাসনায় বাছি
জলে টলোমলো।
কখন আসছ তুমি বলো?


আরও দেখুনঃ পূর্ণেন্দু পত্রী কবিতা সমগ্র

[A]

2 thoughts on “কখন আসছ তুমি – পূর্ণেন্দু পত্রী”

  1. আমি কথোপকথন এর কিছু লাইন দিবো আপনারা কেউকি বলত৷ পারবেন পুরো কবিতাটুকু কোথায় পাবো?
    চিল উড়ে গেলেও তার এক চিলতে হাওয়া রেখে
    যায় কাপাশ খেতে কিংবা ঢালু পাহাড়ের স্তর চুড়ায়
    আপনার মশাই কি এতো কাজ বলুনতো?
    মহাভারত টহাভকরত এপিক?
    বাল্মিকি মুনি হচ্ছেন নাকি ?
    আধ মিনিটের দেখা দিতেই আট মাস।
    আপনি কি ডানা আটছেন শেকড়ের পিঠ?
    নাকি ডানার পিঠেই শেলাই করছেন শেকড়,
    কি জানি বাবা যা কেরামতি আপনাদের।
    মুখ ফুটে বলে দিলেই তো হয়
    নন্দিনী তুমি এখন গলে যাওয়া মোম
    কিংবা পিদিমের পোড়া শলতর
    তেমার আলোয়আগের মতো সাতলো মানিক দেখতে পাইনা আর।

    Ai kobita kew ki dite parben?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।