Skip to content

[A]

খাম্বাজ-পিলু – কারফা

ওই পথে চেয়ে থাকি
আর কত বনমালি!
করে কানাকানি লোকে,
দেয় ঘরে-পরে গালি॥
মোর কুলের বাঁধন খুলে
হায় ভাসালে অকূলে
শেষে লুকালে গোকুলে
এ কী রীতি চতুরালি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।