Skip to content

এ জনমে মোদের মিলন হবে না আর, জানি জানি – কাজী নজরুল ইসলাম

[A]

পিলু-মিশ্র – কারফা

এ জনমে মোদের মিলন
হবে না আর, জানি জানি।
মাঝে সাগর, এপার ওপার
করি মোরা কানাকানি॥
দুজনে দুকূলে থাকি
কাঁদি মোরা চখাচখি,
বিরহের রাত পোহায় না আর
বুকে শুকায় বুকের বাণী॥
মোদের পূজা আরতি হায়
চোখের জলে, গহন ব্যথায়,
মোদের বুকে বীণা বাজায়
বেদনারই বীণাপাণি॥
হেথায় মিলন-রাতের মালা ম্লান হয়ে যায় প্রভাত বেলা,
সকালে যার তরে কাঁদি, বিকালে তায় হেলাফেলা।
মোদের এ প্রেম-ফুল না শুকায়
নিঠুর হাতের কঠোর ছোঁয়ায়,
ব্যথার মাঝে চির-অমর মোদের মিলন-কুসুমদানি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।