Skip to content

এ কী সুরে তুমি গান শুনালে ভিনদেশি পাখি – কাজী নজরুল ইসলাম

[A]

ভৈরবী – কারফা

এ কী সুরে তুমি গান শুনালে ভিনদেশি পাখি।
এ যে সুর নহে, মদির সুরা, রে সুরের সাকি॥
বসি    মোর জানালা পাশে
কেন    বুক-ভাঙা নিরাশে,
যাও ঘুম ভাঙায়ে নিতি সকরুণ সুরে ডাকি।
তোর ও সুরে কাঁদছে উষা অস্ত চাঁদের গলা ধরে,
ভোর-গগনের কপোল বেয়ে শিশির-অশ্রু গড়িয়ে পড়ে॥
আমি    রইতে নারি ঘরে,
আমার   প্রাণ কেমন করে,
আমার মন লাগে না কাজে, জলে ভরে আঁখি॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।