Skip to content

এল ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে – কাজী নজরুল ইসলাম

[A]

সিন্ধু মিশ্র খেমটা

এল ফুলের মহলে ভোমরা গুনগুনিয়ে।
ও-সে কুঁড়ির কানে কানে কী কথা যায় শুনিয়ে॥
জামের ডালে কোকিল কৌতুহলে,
আড়ি পাতি ডাকে কূ কূ বলে
হাওয়ায় ঝরা পাতার নূপুর বাজে রুনুঝুনিয়ে॥
‘ধীরে সখা ধীরে’ – কয় লতা দুলে,
‘জাগিয়ো না কুঁড়িরে, কাঁচা ঘুমে তুলে, –
গেয়ো না গুন গুন গুন গুন সুরে
প্রেমে ঢুলে ঢুলে।’
নিলাজ ভোমরা বলে, ‘না-না-না-না’-
–ফুল দুলিয়ে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।