Skip to content

এলো বরষা শ্যাম সরসা প্রিয়-দরশা – কাজী নজরুল ইসলাম

[A]

সুরদাসী মল্লার -তেতালা

এলো বরষা শ্যাম সরসা প্রিয়-দরশা।
দাদুরী পাপিয়া চাতকী বোলে
নব-জলধারা-হরষা।।

নাচে বন-কুন্তলা যামিনী উতলা,
খুলে পড়ে গগনে দামিনী মেখলা,
চলে যেতে ঢলে পড়ে অভিসারে
চপলা-যৌবন-মদ-অলসা।।

একা কেতকী বনে কেকা কিহরে,
বহে পুব-হাওয়া কদম্ব শিহরে।

দুরন্ত ঝড়ে কোন অশান্ত চাহি রে
ঘরে নাহি রহে মন,যেতে চায় বাহিরে,
যত ভয় জাগে তত সুন্দর লাগে
শ্রাবণ-ঘন-তমসা।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।