Skip to content

এলে কে গো চিরসাথি অবেলাতে – কাজী নজরুল ইসলাম

[A]

বেহাগ-খাম্বাজ দাদরা

এলে কে গো চিরসাথি অবেলাতে।
যবে ঝুরিছে সন্ধ্যামণি আঙিনাতে॥
রোদের দাহে এলে স্নিগ্ধ-বাস ফুলরেণু
নিঝুম প্রাণে এলে বাজায়ে ব্যাকুল বেণু,
চাঁদের তিলক এলে আঁধার রাতে॥
ফুল ঝরার বেলা এলে কি শেষ অতিথি,
কাঁদে হা হা স্বরে রিক্ত কানন-বীথি।
এলে কোন মরুভূমে পিয়াসি দয়িত মোর,
শুক্লাতিথির শেষে কাঁদিতে এলে চকোর।
আসিলে জীবন-সাঁঝে ঘুম ভাঙাতে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।