Skip to content

এক সমুদ্র আর এক আকাশ — কৃষ্ণা দাস

(১)
ডাক দিয়েছ মন বলে, ডাক দিয়েছ দিঘি,
তোমার ডাকে বৃষ্টি ভিজে সবুজ হয়েছি।
চলতে পথে পথ ভুলে যাই পথের ধারে কথা,
তোমার স্বরে কচি ধানের আকুল উদারতা।
ভাবনা তোমার সবুজ রোদ দিঘির জলে ঢেউ,
জল থইথই জল থইথই, ডুব দিয়েছে কেউ।
কিন্তু দেখো ভালোর ঘরে খিল এঁটেছে দোর ,
বিষন্নতার ছটপটানি ,ডুকছেনা গো ভোর।

(২)
আজ আছি তো কাল নেই,ভালোর ঘরে খিল,
খিল ভেঙ্গে দে,যাক উড়ে যাক বিষন্নতার চিল।
তোর ভালোতে আমার ভালো, এইতো প্রেমের সংজ্ঞা,
অন্ধ আকাশ ফেঁড়ে দিলেই আলোর আকাশগঙ্গা।
আগল ভেঙ্গে নগ্ন পায়ে উড়িয়ে আঁচল আয় ছুটে আয় ,
স্রোতের টানে সব ভেসে যাক উথাল পাথাল দিল দরিয়ায়।
সময় চলুক পিছে পিছে, আমরা আগে আনন্দম,
দুই দিনের এই খেলাঘরে আমরা পরম পারঙ্গম।
তোর ভূবনে এনে দেবো শান্তি সুখের বিরাজ আমল ,
দিঘির আমার অন্তর আত্মায় উঠুক ফুটে শারদ কমল।
অন্ধ মনে আলোর বপন এইতো ভালোর আবাস রে,
বাসিস ভালো এক সুমুদ্দুর, আর আমি এক আকাশ রে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।