Skip to content

এক ধূসর সম্ভাবনা – প্রদীপ বালা

মাঘের পড়ন্ত বিকেলে
এক ধূসর সম্ভাবনার জন্ম হচ্ছিল
ঘাম ঝরানো কৃষকের, কারখানার শ্রমিকের
কিম্বা টোটো চালকের সন্তানেরা
সবুজ গালিচা পাতা মাঠের প্রান্তরে বসে
আলোচনায় মত্ত ছিল

সমাজের বিশল্যকরণীর মতো সে আলোচনা
শুনে তুমি চমকে উঠলে!

কেন এ যুবকেরা আলোচনা করছে না
ডবকা যুবতীদের শরীর নিয়ে
কেন এদের আলোচনায় নেই
ফেসবুক ইন্সটাগ্রামের চটুল ভিডিও
কেন এরা আসক্ত নয় মোবাইল গেমে
কেন এরা মেতে নেই ক্রিকেট ফুটবল বিশ্বকাপ নিয়ে!
তার বদলে কেন এদের আলোচনা শুধু
ক্ষুধা, দারিদ্রতা, বেকারত্ব, দুর্নীতি
সামাজিক অবক্ষয়ের মতো সাংঘাতিক বিষয়বস্তু নিয়ে!
রাতে তোমার ঘুম এল না

তোমার শিয়রে ভোট
পাড়ার পোষা দালালেরা লেজ নাড়তে নাড়তে
খুলে দিল শকুনের খোঁয়াড়
খাঁকি রঙা সেসব শকুন সাইরেন বাজিয়ে
উঠে গেল আকাশের উঁচুতে
শ্যেন দৃষ্টিতে তাকিয়ে থাকল
আলোচনারত সেইসব যুবকের দিকে!
কোথায় যায়, কাদের সাথে মেশে সব জানা চাই!

কিন্তু তুমি ভুলে গেছ
যে সম্ভাবনার দাবানলে ভর করে
তোমরা উঠে দাঁড়িয়েছিলে
খাঁকি রঙা শকুন দিয়ে চমকে তা মুছে দেয়া যায়নি!
এখনও যাবে না।

আমি দেখতে পাচ্ছি
এক ধূসর সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে
ধূসর থেকে হলুদ, হলুদ থেকে ক্রমশ লাল
তার প্রতিটি খাঁজে খাঁজে সুর্যের গ্রেনেড
বিস্ফোরণের আর দেরী নেই!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।