Skip to content

এক কোটি বছর তোমাকে দেখি না -মহাদেব সাহা

এক কোটি বছর হয় তোমাকে দেখি না
একবার তোমাকে দেখতে পাবো
এই নিশ্চয়তাটুকু পেলে-
বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার
হবো ভরা দামোদর

… কয়েক হাজার বার পাড়ি দেবো ইংলিশ চ্যানেল;
তোমাকে একটিবার দেখতে পাবো এটুকু ভরসা পেলে
অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর,
ছুটে যবো নাগরাজ্যে পাতালপুরীতে
কিংবা বোমারু বিমান ওড়া
শঙ্কিত শহরে।
যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি
অনায়াসে হেঁটে পাড়ি দেবো,
কাঁটাতার ডিঙাবো সহজে, লোকলজ্জা ঝেড়ে মুছে
ফেলে যাবো যে কোনো সভায়
কিংবা পার্কে ও মেলায়;
একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে
এক পৃথিবীর এটুকু দূরত্ব
আমি অবলীলাক্রমে পাড়ি দেবো।
তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।

4 thoughts on “এক কোটি বছর তোমাকে দেখি না -মহাদেব সাহা”

  1. কবিতাটি শুনেছিলাম এক আগুন্তকের কাছে চিনতাম না তাকে তবে অচেনা নয় সে।তার কণ্ঠে কবিতাটি শোনার পরে হাজার বার ইউটিউবে গিয়ে শুনেছি তবে তার কণ্ঠে মুগ্ধ হয়ে গেছিলাম তাই ওইগুলো ভালো লাগেনি।কিভাবে বলবো তাকে খুব শুনতে ইচ্ছা করছে এই কবিতাটি তার কণ্ঠে। মনে আছে আমার কবিতাটি কোনো এক বৃহস্পতি বার শুনিয়েছিল আমাকে। আমি বলতে চাই এক কোটি বছর হয় তোমার কণ্ঠে কবিতাটি শুনি না !!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।