Skip to content

একুশের কবিতা – আল মাহমুদ

ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুর বেলার অক্ত
বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় ?
বরকতের রক্ত।

হাজার যুগের সূর্যতাপে
জ্বলবে এমন লাল যে,
সেই লোহিতেই লাল হয়েছে
কৃষ্ণচূড়ার ডাল যে !

প্রভাতফেরীর মিছিল যাবে
ছড়াও ফুলের বন্যা
বিষাদগীতি গাইছে পথে
তিতুমীরের কন্যা।

চিনতে না কি সোনার ছেলে
ক্ষুদিরামকে চিনতে ?
রুদ্ধশ্বাসে প্রাণ দিলো যে
মুক্ত বাতাস কিনতে ?

পাহাড়তলীর মরণ চূড়ায়
ঝাঁপ দিল যে অগ্নি,
ফেব্রুয়ারির শোকের বসন
পরলো তারই ভগ্নী।

প্রভাতফেরী, প্রভাতফেরী
আমায় নেবে সঙ্গে,
বাংলা আমার বচন, আমি
জন্মেছি এই বঙ্গে।

10 thoughts on “একুশের কবিতা – আল মাহমুদ”

  1. আল মাহমুদের মতো এমন কবি পৃথিবীতে একটাও নেই। তিনি কবিতার হৃদয়ে বেঁচে আছেন এবং থাকবেন।
    এবং এই কবিতাটি আমি প্রতুল মুখোপাধ্যায়ের সুর ও সংগীত হিসেবেও শুনেছি এবং পড়েছি 🙏

  2. মোহাম্মদ ফখরুল ইসলাম

    আগামীকাল অমর একুশে ফেব্রুয়ারি 🖤🌺
    তার এই কবিতা টি আবৃত্তি করবো।
    সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজ, নারায়ণগঞ্জ

  3. আল মাহমুদ এবং তার একুশের কবিতা যেমন অসাধারণ,তেমনি প্রতুল মুখোপাধ্যায়ের সুর ও কন্ঠে প্রিয় কবিতাটি হয়ে ওঠে আরো অনবদ্য….🌸🌼
    বাংলা আর বাঙালির হৃদয়ে আল মাহমুদ একুশের কবিতার জন্যেই রয়ে যাবেন অনেকদিন….🙏🙏

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।