Skip to content

একদিন এক মনোহারী দোকানে – জালাল উদ্দিন মুহম্মদ

একদিন হঠাৎ দেখি এক মনোহারী দোকান
দাঁড়িয়ে আছে ঢেউয়ের মত।
হয়ত মনের ভুল
দেখি এলোমেলো উড়ছে দোকানের চুল
নাকের ডগায়
পিঠের প’রে, চোখের উপর- আর
হাওয়ায় দুলছে আমার খাঁচার বুলবুল।
ঠোঁটের কোণে লুকোনো অচেনা ইন্দ্রজাল
চোখের গভীরে সাজানো আছে মায়াবী এক নদী
কন্ঠে উপছে পড়ে দুষ্টুমি দুপুর, কখনোবা
মধুমাখা আড়ং সুর-
আমি উন্মন গন্ধ বকুল ।
হাসিগুলি ঝুলে আছে যেন বার্মিজ আচার
পরাণের জিভে জল আটকাতে বাঁধি বালির বাঁধ
বুকের উপত্যকার ভাঁজে আঁচলের মায়াজাল
ইচ্ছে করে কুড়াই কড়ি বুক পকেটের ভেতর; আর
মধ্য-তাকে উদ্ভাসে নাভিফুল জলপুকুর-
সে যে সাঁতার ভালবাসে বিশ্বাসের দামে
বলবে কথা বৈশাখের নতুন ধানে ।
অতঃপর তরে তরে সাজানো আছে
মেহেদীর রঙে আলপনা-আঁকা হাত
জলজঙ্গলের আঁধার মনিপুরী রাত
চকচকে নীল নেল-পোলিশের আরশি আর
তার পড়শি আলতা-রাঙা জোড়া পা
আমার দুচোখ দেখে আপাদমস্তক
মনোহারী দোকান এক, আর
আমি দেখি দু’চোখে স্বপ্নআঁকা মনোহারী মন।

1 thought on “একদিন এক মনোহারী দোকানে – জালাল উদ্দিন মুহম্মদ”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।