Skip to content

একটি দিন চাই আমার – প্রদীপ বালা

একটি দিন চাই আমার
গোটা একটা দিন
সাইজে ঠিক চব্বিশ ঘন্টার মত
দু-এক মিনিট কিংবা দু-এক ঘন্টা
ছোট হলেও আপত্তি নেই
কিন্তু বড় নয় মোটেও
অতিরিক্ত চাওয়ার ইচ্ছে বা অভিপ্রায় কোনটাই নেই

এখানে বর্ষ বরণের দিন আছে, বর্ষ শেষেরও
সেসব দিনে নারীদের কাপড় ধরে টান মারা যায় অনায়াসে
পুলিশ প্রসাশন জনতা সবাই মজা নেয়
মস্তি করা কিংবা আমোদ আহ্ললাদের দিন আছে
সেসব দিনে ভ্যালেন্টাইন করার নাম করে
প্রেমিকা নিয়ে ঝোপে ঝাড়ে
কিংবা খাটে তুলে ভিডিও করা যায় অনায়াসে
নেতা নেত্রীদেরও দিন আছে
শহীদ স্মরণের নাম করে তাদের
বড় বড় লেকচার শোনা যায় সেদিন
ফতোয়া দেয়ার দিন আছে
আল্লাহ হু-আকবর বলার দিন আছে
জয় শ্রী রাম বলারও দিন আছে
আরও কত শত বড় বড় কান্ড কারখানার বড় বড় দিন আছে
তার হিসেব নেই
আমার সেরকম কিছুই চাই না
একটি অতি সাধারণ সাদামাটা দিন চাই আমার

যেদিন কোথাও অনাহারে থাকবে না কেউ
যেদিন রক্তক্ষয় ঘটবে না কোথাও
যেদিন মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক নেতারা
দেবে না মিথ্যের ভাষণ ভাষণ আর ভাষণ
যেদিন ভালবাসার নাম করে প্রেমিকেরা তাদের
অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে দেবে না ইন্টারনেটে
যেদিন ধর্মের নামে ঝলসে উঠবে না চাপাতি আর তরবারি
আর মুন্ডু গড়িয়ে পড়বে না রাস্তায়
যেদিন ধড় হীন মুন্ডু নিয়ে উল্লাসে মেতে উঠবে না কোন মৌলবাদী
যেদিন লুণ্ঠিত হবে না কোন নারীর সম্ভ্রম
যেদিন ধর্ষিতা মেয়ের হাত ধরে আইনের দরজায় দরজায়
ঠোক্কর মেরে মেরে ফিরবে না কোন বাবা

ঠিক এমনই একটি দিনচাই আমার
এতো গুলো গ্রীষ্ম-বর্ষা-শীত-বসন্ত পার করেও
আজও এমন একটিদিনের অপেক্ষায় বসে আছি

স্বাধীনতার এতগুলো বছর পরেও
হে আমার স্বদেশ
এমন একটি দিন দিতে পারো আমায়
মৃত্যুর আগে অন্তত দেখে যেতে চাই
যেদিন রাতের অন্ধকারে দেশের ইজ্জত বিক্রি হয় না!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।