Skip to content

একটা বিষন্নতার ছায়া – টুটুল দাস

ঘরের ভিতর ঘর ঢুকেছে
পাড়ার ভিতর পাড়া
বুকের ভিতর আগুন জ্বলে
আরেকটু সরে দাঁড়া।

পুড়বি যদি বাচাঁর নামে
বাঁচলি কোথায় তবে?
মৃত্যু গেছে নির্বাসনে
ফিরবে জানিস কবে?

ফেরার পথে মক্ষীরানী
দুয়ার ঘিরে আছে।
বসন্তরাতে ফিরতে চাইলে
ফিরবে কাহার কাছে?

কোকিল সুরে ঘুম ডাকছে
শালিক গেছে হাটে
বিষন্নতা একলা জাগে
তোর পাশেতে, খাটে।

খাটের নিচে পুরানো চিঠি
টুকরোটাকরা নালিশ
খাট জানেনা, জানলো শুধু
কম্বল আর বালিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।