Skip to content

এই বাংলাদেশে ওড়ে রক্তমাখা নিউজপেপার বসন্তের দিনে! – শক্তি চট্টোপাধ্যায়

দূরের পাহাড়তলি কিংবা তুমি দিনান্তের রেখা
. নীল জল অথবা হাউই
তুমি তীরন্দাজ করে খরগোশ ধরছো
. অতসী কুসুমশ্যাম হৃদয় তোমার
. স্বদেশে বিদেশে মিশে শ্রাবণ কি তুমি ?
ভালোবাসা দিলে তবে ভালোবাসা পাবে
. তোমার যোগ্যতা গূঢ়
নিশ্ছিদ্র অতীত নিয়ে তুমি করো খেলা
. তোমার লাটাই ভালো
চাঁদ বেনে উড়ে যায় কোঙ্কন সিংহল
. ব্লিজার্ড ! ব্লিজার্ড !

পুবদিকে দেখা যায় চার্চ, সলেমন
তোমরা যেখানে করো বসবাস সেখানে অন্তত
. বিশুর নাপিত আসে—
এই ঘনিষ্ঠতা, এই এজেন্সি মারফৎ
তোমাদের কাটাছেঁড়া, ধর্মযুদ্ধ—নীল ও লোহিত
. পোপের জন্ম ও মৃত্যু
. ‘উনি কি ফ্যাসিষ্ট ?’
এই বাংলাদেশে ওড়ে রক্তমাখা নিউজপেপার
. বসন্তের দিনে
বসন্তের দিনে করে বসবাস নেপথ্য ও স্টেজ
হিন্দু ও অহিন্দু করে কোলাকুলি, হত্যা, মুষ্ট্যাঘাত !

. চেতনার মতো এই অচেতনা শিখিয়েছো তুমি
. তুমি ধর্মমত তুমি যৌন তুমি কামিনীকাঞ্চন
তুমি কোষাগার তুমি উচ্চাকাঙ্ক্ষা তুমি ধানজমি
তোমার দুষ্কৃতি তুমি ব্রাহ্মণের, চণ্ডালের নও |
অন্তরের ঘাম থেকে মুক্তি নেই—মুক্তি নেই কোনো
. আবিল পাঁকের থেকে মুক্ত নেই বিদগ্ধ হ্রদের
মাছরাঙাদের মতো ওড়ে পেটিকোট
তুমি সন্তর্পণ, তুমি শ্মশানের মাঝে বাড়ি করো
হৃদয়ের দিনের মতো চঞ্চল তোমার আনাগোনা
. দুপুরের থরো-থরো শটিক্ষেত, আখরোট বাদাম
তুমি সব পেতে পারো ধর্মাধর্ম – তুচ্ছ ক’রে প্রেম !

এই পথে দেবদারু—বাদুড়, বনের ভাঁট ফুল
দেয়ালে দেয়ালে জমা ম্যাজেন্টা ক্রিমজন
. মজাদি কি, ভাঙাগ্রাম, দোলমঞ্চ—ব্যর্থ স্থপতির
. নশ্বর হাতের কাজ,
. ভালোবাসা ?
. জোনাকির আলো—
. এ কি সব ?

চাঁদের অপরিসীম ক্লান্তি, তাই দূরে আধোলীন
. নিকটে আসে না যেন ভুল হবে
চরিতার্থতার শেষে আছে কি বিস্ময়ে-ঘেরা দেশ
মুক্তির সংশ্রবহারা এ দিনযাপন ?
কিংবা মুক্তি মৃত্যু ও শৈশবে |

রাজার বাড়িতে আজ ভোজসভা
. তীর্থে প্রিয়নাম
তুমি না আড়াল থেকে জনতার, চাক্ষুষ রাজার !
. তুমি কোন্ পথে যাবে ?
কার সংবত্সরের ধৈর্য নেবে ? কোন্ অন্নকূট ?
. তুমি ধর্ম-পুরোহিত
. নিচ্ঞিয়তা তোমার নিয়তি
একত্রে করেছো তুমি বর্তমান অতিবর্তমান
. ছায়া-ছলনাকে করো সমাসীন
. তুমি সব পারো
তোমার যোগ্যতা আর স্বাধীনতা অনির্বচনীয় |

ধীরে ধীরে দ্বার খোলে গূঢ়তার, রহস্যবোধের
শুকতারা তুলে ধরে অন্ধকার কুঁড়ির চিবুক
. — পছন্দ না হয়ে যায় !
আরো পরিস্ফুটতর হবে

পৃথিবীর অতীতের পারা তাকে স্বচ্ছ করে তোলে
মুহূর্তেও ধরা পড়ে প্রতিমুহূর্তের ভূকম্পন
মানুষের ধর্ম থেকে মানুষের এই ফিরে যাওয়া
. স্তব্ধ হয় চিরঅকস্মাৎ
দ্বার খোলে গূঢ়তার, দ্বার খোলে রহস্যবোধের
শুকতারা তুলে ধরে অন্ধকার কুঁড়ির চিবুক
. — পছন্দ না হয়ে যায় !
. আরো পরিস্ফুটতর হবে |

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।