Skip to content

উম্মত আমি গুনাহ্‌গার তবু ভয় নাহি রে আমার – কাজী নজরুল ইসলাম

[A]

সিন্ধু – ভৈরবী কাহারবা

উম্মত আমি গুনাহ্‌গার
তবু ভয় নাহি রে আমার।
আহ্‌মদ আমার নবি
যিনি খোদ হবিব খোদার॥
যাঁহার উম্মত হতে চাহে সকল নবি,
তাঁহারই দামন ধরি
পুলসরাত হব পার॥
কাঁদিবে রোজ-হাশরে সবে
যবে নফসি-য়্যা-নফসি রবে,
য়্যা উম্মতি বলে একা
কাঁদিবেন আমার মোখতার ॥
কাঁদিবেন সাথে মা ফাতেমা
ধরিয়া আর্শ আল্লার
হোসায়নের খুনের বদলায়
মাফি চাই পাপী সবাকার॥
দোজখ হয়েছে হারাম
যেদিন পড়েছি কলেমা
যেদিন হয়েছি আমি
কোরানের নিশান-বর্দার ॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।