Skip to content

উতল দুপুরে, উদাস ইচ্ছে গুলো – ইশরাত তানিয়া

মন অলস বাসন্তী বেলায় আর কী বা করতে পারি?
আকাশটাকে গায়ে জড়িয়ে শুয়ে আছি জ্বর জ্বর ঘোর নিয়ে-
মধ্যাহ্নের এক ফালি রোদ উড়ে এসে বসেছে
আতা গাছটার ডালে ডালে,
পাশের ঝিলে মাছেরা সাঁতরে বেড়ায় পরম নিশ্চিতে

জলের ভিতরে গড়ায় স্বচ্ছন্দে জলজ আভাসে-
ভর দুপুরে ঝাঁক ঝাঁক পায়রা উড়ে যায়
ছাদের কোন থেকে কোথায়, কে জানে?
বাউল বাতাসে দূর থেকে অস্পষ্ট ভেসে আসে
ফেরীওয়ালার হাঁক- অকাজের বেসাতি মধ্য দুপুরে।
খুলে রাখা হাতের চুড়ি উদাসীর মতো চেয়ে আছে,
ড্রেসিং টেবিলের উপর, ভালবেসে এতক্ষণ ছিল স্নিগ্ধ হাতে-
বারান্দায় মেলে দেয়া হরিণরঙা শাড়ীর আঁচল
খেলা করে দখিণ হাওয়ায়; বুঝি উড়েই চলে গেল-
তোমার দেয়া শাড়ী মেঘের নায়ে পাল তুলে,
তোমার মতোই অবাধ্য হয়ে।

মুঠোফোনে নো ম্যাসেজ।
এমন অভিমানী দুপুর যেন আর হয় না-
আমার মন ভালো নেই, ক্লান্ত আমি, খুব স্বাভাবিকভাবে-
ফাগুনের পিছু হেঁটে ব্যথিত হৃদয়ে!

1 thought on “উতল দুপুরে, উদাস ইচ্ছে গুলো – ইশরাত তানিয়া”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।