Skip to content

ঈদজ্জোহার চাঁদ হাসে ওই – কাজী নজরুল ইসলাম

[A]

ভৈরবী কাহারবা

ঈদজ্জোহার চাঁদ হাসে ওই
এল আবার দুসরা ঈদ।
কোরবানি দে কোরবানি দে,
শোন খোদার ফরমান তাকীদ ॥
এমনি দিনে কোরবানি দেন
পুত্রে হজরত ইব্রাহিম,
তেমনি তোরা খোদার রাহে
আয় রে হবি কে শহিদ॥
মনের মাঝে পশু যে তোর
আজকে তারে কর জবেহ
পুলসরাতের পুল হতে পার
নিয়ে রাখ আগাম রসিদ॥
গলায় গলায় মিল রে সবে
ভুলে যা ঘরোয়া বিবাদ,
শিরনি দে তুই শিরীন জবান
তশতরীতে প্রেম মফিদ ॥
মিলনের আরফাত ময়দান
হোক আজি গ্রামে গ্রামে,
হজের অধিক পাবি সওয়াব
এক হলে সব মুসলিমে।
বাজবে আবার নূতন করে
দীন-ই ডঙ্কা, হয় উমীদ ॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।