Skip to content

ইয়া রসুলুল্লাহ! মোরে রাহা দেখাও সেই কাবার – কাজী নজরুল ইসলাম

[A]

ইয়া রসুলুল্লাহ! মোরে রাহা দেখাও সেই কাবার–
যে কাবা মসজিদে গেলে পাব আল্লার দীদার।।

দ্বীন-দুনিয়া এক হয়ে যায় যে কাবার ফজিলতে,
যে কাবাতে হাজী হলে রাজি হন পরওয়ারদিগার।।

যে কাবার দুয়ারে জামে তৌহিদ দেন হযরত আলী,
যে কাবার কুল-মগফেরাতে কর তুমি ইন্তেজার।।

যে কাবাতে গেলে দেখি আরশ কুর্সি লওহ কালাম;
মরণে আর ভয় থাকে না, হাসিয়া হয় বেড়া পার।।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।