Skip to content

আসে রজনি সন্ধ্যামণির প্রদীপ জ্বলে – কাজী নজরুল ইসলাম

[A]

পিলু কাহারবা

আসে রজনি, সন্ধ্যামণির প্রদীপ জ্বলে।
ছায়া-আঁচল-ঢাকা কাননতলে॥
তিমির দু-কূল দুলে গগনে
গোধূলি-ধূসর সাঁঝ-পবনে,
তারার মানিক অলকে ঝলে॥
পূজা-আরতি লয়ে চাঁদের থালায়
আসিল সে অস্ত-তোরণ নিরালায়।

ললাটের টিপ জ্বলে সন্ধ্যাতারা,
গিরি-দরি-বনে পেরে আপনহারা,
থামে ধীরে বিরহীর নয়নজলে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।