Skip to content

আল্লাহ থাকেন দূর আরশে – কাজী নজরুল ইসলাম

[A]

আল্লাহ থাকেন দূর আরশে–
নবীজী রয় প্রানের কাছে।
প্রাণের কাছে রয় যে প্রিয়,
সেই নবীরে পরান যাচে।।

পয়গম্বরও পায় না খোদায়,
মোর নবীরে সকলে পায়,
নবিজি মোর তাবিজ হ’য়ে
আমার বুকে জড়িয়ে আছে।।

খোদার নামে সেজদা করি,
নবীরে মোর ভালোবাসি,
খোদা যেন নূরের সুরয,
নবী যেন চাঁদের হাসি।।

নবীরে মোর কাছে পেতে
হয় না পাহাড়- বনে যেতে,
বৃথা ফকির – দরবেশ মরে
পুড়ে খোদার আগুন – আঁচে।।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।