Skip to content

আমি স্বেচ্ছাচারি – শক্তি চট্টোপাধ্যায়

তীরে কি প্রচন্ড কলরব
‘জলে ভেসে যায় কার শব
কোথা ছিল বাড়ি ?’
রাতের কল্লোল শুধু বলে যায় —‘আমি স্বেচ্ছাচারী |’

সমুদ্র কি জীবিত ও মৃতে
এভাবে সম্পূর্ণ অকর্কিতে
সমাদরণীয় ?
কে জানে গরল কিনা প্রকৃত পানীয়
অমৃতেই বিষ !
মেধার ভিতর শ্রান্তি বাড়ে অহর্নিশ

তীরে কি প্রচন্ড কলবর
‘জলে ভেসে যায় কার শব
কোথা ছিলো বাড়ি ?’
রাতের কল্লোল শুধু বলে যায় — ‘আমি স্বেচ্ছাচারী |’

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।