Skip to content

আমি যদি আরব হতাম মদিনারই পথ – কাজী নজরুল ইসলাম

[A]

ইসলামি গান

আমি যদি আরব হতাম, মদিনারই পথ।
এই পথে মোর চলে যেতেন নূর-নবী হজরত।।

পয়জা তাঁর লাগত এসে আমার কঠিন বুকে,
আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে।
সেই চিহ্ন বুকে পুরে
পালিয়ে যেতাম কোহ-ই-তুরে,
(সেথা) দিবানিশি করতাম তার কদম জিয়ারত।।

মা ফাতেমা খেলত এসে আমার ধূলি লয়ে,
আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে।
হাসান হোসেন হেসে হেসে
নাচত আমার বক্ষে এসে,
চক্ষে আমার বইত নদী পেয়ে সে ন্যামত।।

আমার বুকে পা ফেলে রে বীর আসহাব যত
রণে যেতেন দেহে আমার আঁকি মধুর ক্ষত।
কুল মুসলিম আসত কাবায়,
চলতে পায়ে দলত আমায়
আমি চাইতাম খোদার দীদার শাফায়ত জিন্নত।।

[A]

1 thought on “আমি যদি আরব হতাম মদিনারই পথ – কাজী নজরুল ইসলাম”

  1. মোঃ হাবিবুল্লাহ তালুকদার বিএসসি

    এমন বাঙালি কবি পৃথিবীতে আর আসবে কিনা জানি না। তার অন্তর জুড়ানো ইসলামি কবিতা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আল্লাহ প।ক কবি কে মাফ করে দেন ও জান্নাত বাসী করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।