Skip to content

আমার শহরঃ যে বৃষ্টির অপেক্ষায় বসে – প্রদীপ বালা

হটাৎ করেই ভাবতে বসি
মুষল ধারে বৃষ্টি হবে
শুকিয়ে যাওয়া আমার শহর
আবার বসে ভিজবে কবে

শরীর বেয়ে অপমানের
অঝোর ধারা নামবে কবে
শুকিয়ে যাওয়া রক্ত দাগ
রক্ত ফোটায় ভিজবে কবে

একই ছাদের তলায় এসে
ধনী গরীব কাঁপবে কবে
সারা শহর জুড়ে তখন
প্রচন্ড এক বৃষ্টি হবে

মুষড়ে পড়া বিপ্লবীরা
আঁধার রাতেও স্বপ্ন পাবে
বৃষ্টি তোড়ে জেলের গারদ
আবার আবার ভাঙবে কবে

অবহেলায় স্বপ্ন যত
পিষে গেছে বুটের তলে
সেসব আবার প্রাণ ফিরে পাক
ভীষণ রকম বৃষ্টিজলে

অবাধ্য সব প্রেমিক যত
ভালবাসায় ফুটবে কবে
দিন দুপুরে ভালবাসার
ভীষণ রকম বৃষ্টি হবে

শহর জুড়ে সকল বোমা
একসাথে ফের ফাটবে কবে
সারা শহর ধ্বংস হয়ে
নতুন করে সৃষ্টি হবে

কবে আবার বৃষ্টি হবে
ভীষণ রকম বৃষ্টি হবে
ধ্বংস হওয়া সব কিছুতে
নতুন প্রাণের সৃষ্টি হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।