Skip to content

আপন মনের বাঘে যাহারে খায় – লালন ফকির

আপন মনের বাঘে যাহারে খায় ।
কোনখানে পালালি বাঁচা যায় ।।

বন্ধ ছন্দ করিরে এঁটে
করে যায় সকলি কেটে
অমনি সে গজরিয়ে উঠে
সুখপাখিরে হানা দেয় ।।

মরার আগে মরতে পারে
কোন বাঘে কি করতে পারে
সেই মরা কি আবার মরে
মরিলে সে অমর হয় ।।

অনুরাগী জ্যান্তে মরা
গুরুপদে মন নোঙ্গর করা
লালন তমনি পতঙ্গের ধারা
অগ্নিমুখো ধেয়ে যায় ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।