Skip to content

আঠারো মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই – লালন ফকির

আঠারো মোকামে একটি রূপের বাতি জ্বলছে সদাই ।
নাহি তেল তার নাহি তুলা আজগুবি হয়েছে উদয় ।।

মোকামের মধ্যে মোকাম
স্বর্ণশিখর বলি যার নাম
বাতির লন্ঠন সেথায় সদাই
ত্রিভুবনে কিরণ ধায় ।।

দিবানিশি আট প্রহরে
একরূপে চাররূপ ধরে
বর্ত থাকতে দেখলি না রে
ঘুরে মলি বেদের বিধায় ।।

যে জানে সে বাতির খবর
ছুটেছে তার নয়নের ঘোর
সিরাজ সাঁই কয় লালন রে তোর
দৃষ্ট হয় না মনের দ্বিধায় ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।