Skip to content

আজ সকলই কিংবদন্তি – শক্তি চট্টোপাধ্যায়

আজ সকলই কিংবদন্তী, পাতালে বাস করলে গুঁড়ো
সন্ধ্যেবেলা পা ছড়িয়ে বসতে নাকি পাহাড়চূড়োয় ?
নিত্যি নতুন পোক্ত তাড়ি
সর্বনাশের স্বপ্নে-মেশা আঁধার-করা বিষের হাঁড়ির—
শক্তি, খেতে একচুমুকে, মন্দ নয় সে-কাণ্ডখানা !
জগজ্জীবন চমকে দিয়ে ভাসতো সুবাস হাস্নু হানার—
আজ সকলই কিংবদন্তী !

রগচটা কোন্ পদ্যে জবর
থাকতো লেগে জাদুর ছিটে, সন্ন্যাসিনীর গোপন খবর
গোমাংসবৎ পরিতাজ্য—
আজ জিতেছো নকল রাজ্য সৌদামিনীর. .
হয়ত ভালো
এই জীবনের সবটুকু নয় তীব্র আলোয়
জ্বলতে থাকা
পথ বলে সব ন্যাংটো তো নয় ? পুচ্ছে ঢাকা |

কিন্তু যারা বহির্মূখী
বিষণ্ণ ধান ভাঙছে নোড়ায় জনমদুখী
শব্দে রঙে সাত শ ঝাউয়ের কান্নাতে ছাই
ছড়িয়ে দিয়ে বলছে, তাকে এমনি সাজাই—
মতান্তরে, অঘোরপন্থী
আজ সকলই কিংবদন্তী |

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।