Skip to content

[A]

হোরি দাদরা

আজকে হোরি, ও নাগরী
ওগো গিন্নি ও ললিতে॥
ফাগের রাঙা জল ভরে দাও
ফরসি হুঁকোর পিচকিরিতে॥
গাজর বিট আর লাল বেগুনে
রাঁধবে শালগম তেলে নুনে,
রাঙা দেখে লঙ্কা দিয়ো
লাল নটে আর ফুল-কারিতে॥
গাইব গান দোল পৃর্ণিমাতে
মালোয়ারি জ্বর আসলে রাতে,
তুমি দোহার ধরবে সাথে,
গিঁটে বাতের গিটকিরিতে,
আমি লাল গামছা পরে যাব
লাল-বাজারে পায়চারিতে,
তুমি যাবে চিড়িয়াখানায়
এই মুখেতে গন্ডার মারিতে,
না হয় তুমি যাও বাপের বাড়ি
পাছু পাছু যাব আমি শ্বশুর-বাড়িতে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।