Skip to content

আছে ভাবের তালা যে ঘরে – লালন ফকির

আছে ভাবের তালা যে ঘরে ।
সেই ঘরে সাঁই বাস করে ।।

ভাব দিয়ে খোল ভাবের তালা
দেখবি সেই অটলের খেলা
ঘুচে যাবে মনের ঘোলা
থাক গে সে রূপ নিহারে ।।

ভাবের ঘরে কী মূরতি
ভাবের লন্ঠন ভাবের বাতি
ভাবের বিভাব হয় একরতি
ওমনি সে রূপ যায় সরে ।।

ভাব নইলে ভক্তি কী হয়
ভেবে বুঝে দেখ মনুরায়
যার যে ভাব সেই জানতে পায়
লালন কয় বিনয় করে ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।