Skip to content

আগে কপাট মার কামের ঘরে – লালন ফকির

আগে কপাট মার কামের ঘরে ।
মানুষ ঝলক দেবে রূপ নিহারে ।।

হাওয়া ধর অগ্নি স্থির কর
যাতে মরিয়ে বাঁচিতে পার
মরণের আগে মর
শমন যাক ফিরে ।।

বারে বারে করি মানা
লীলার দেশে বাস কর না
রেখ তেজের ঘর তেজিয়ানা
উর্ধ্ব চাঁদ ধরে ।।

জা না মন পারাহীন দর্পণ
সেকি পাবে রূপ দরশন
বিনয় করে বলছে লালন
থেকো হুঁশিয়ারে ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।