Skip to content

আগামীর রূপরেখা – প্রদীপ বালা

আমরা চেয়েছি ধুলোর ঘরবাড়ি
আমরা চেয়েছি হাতেহাতে সংসার
আমরা পেয়েছি সবকিছু আড়াআড়ি
আমরা পেয়েছি তাসের খেলাঘর

আমরা চেয়েছি আকাশের মতো বুক
হলুদাভ যত প্রয়োজন তুলে রাখা
আমরা পেয়েছি ক্লান্তিতে মাখা মুখ
জীবনের নামে মরে মরে বেঁচে থাকা

আমরা চেয়েছি সবুজ ধানক্ষেত
গ্রামে গ্রামে যৌথখামার বাড়ি
আমরা পেয়েছি ফলিডল, আধপেট
ভোটের নামে রাজনীতি মহামারী

আমরা চেয়েছি সরকারী চাকরি
বাবার অসুখ, ঘরে আইবুড়ো বোন
বদলে করেছি ঘটিবাটি বিক্রি
আমরা পেয়েছি আমরণ অনশন

আমরা চেয়েছি মিছিলে পথ হাঁটা
রাজপথে হবে ব্যারিকেড ভাঙা প্রেম
আমরা পেয়েছি অনাবিল জটিলতা
হিসেব না মেলা জীবনের প্রবলেম

আমরা চেয়েছি গল্প লেখা হোক
কবিতায় উঠুক দিকে দিকে সব দাবী
আমরা পেয়েছি উৎসবের নামে শোক
শিরদাঁড়া হীন চাটুকার কবি-বুদ্ধিজিবি

আমরা ভাঙব শাসকের কালো হাত
আমরাই করব আগামীর রূপরেখা
আমরা গড়ব হাতে হাতে ব্যারিকেড
পথেই হবে তোমার সাথে দেখা

1 thought on “আগামীর রূপরেখা – প্রদীপ বালা”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।