Skip to content

আকাশযান – উৎপল কুমার বসু

তুমি সম্রাট, প্রভু ও যাতায়াতকারী পথিকের দেবতা
                          তুমি এক কাঠা মদ দাও আর আমাদের
                                দাই-মাকে ফিরে দাও
দু’চারবার আলোছায়া মেলে ধরো পথে তুমি
                                       তোমারই প্রস্তাব
       কুরুক্ষেত্র গ্রাম থেকে সিপাহীর হাঁক শোনা যায়
‘সাধ ছিল’ বলে আজ কাগজসন্ন্যাসী
        তার মানে এই নয় বৃষ ও মানুষ
দু’চার বছর শুধু স্তন ও স্তন্য নিয়ে খেলেছিল
              তাকে ফিরে পেতে হয়েছিল ‘মদ’ যাকে বলে
        অর্থাৎ আদর তাকে পেতে হয়েছিল
কুকুরের ল্যাজ নাড়া দেখে তাকে প্রীত হতে হয়েছিল
        বনের ভিতরে গিয়ে মনিব হারায় আর
                          নিশ্চেতন পড়ে থাকে বৃষ ও মানুষ
তুমি সম্রাট, প্রভু ও যাতায়াতকারী পথিকের দেবতা
      ঝুড়ি থেকে তুলে নাও শুল্ক ঠিক
                           তুলে নাও বজ্রসেগুন পাতা
মুখে বলো ‘দেখহ বিচারি’

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।