Skip to content

আঁধার কুঁড়ির বাঁধন টুটে – রবীন্দ্রসঙ্গীত । রবীন্দ্রনাথের গান

আঁধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে॥
                তার গন্ধ কোথায়, গন্ধ কোথায় রে।
                গন্ধ আমার গভীর ব্যথায় হৃদয়-মাঝে লুটে॥
ও              কখন যাবে সরে, আকাশ হতে পড়বে ঝরে।
                ওরে রাখব কোথায়, রাখব কোথায় রে।
                রাখব ওরে আমার ব্যথায় গানের পত্রপুটে॥

রাগ: খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।