Skip to content

অসার ভেবে সার দিন গেল আমার – লালন ফকির

অসার ভেবে সার দিন গেল আমার
সার বস্তুধন এবার হলাম রে হারা ।
হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে
দেখে শুনে লাল গেল না মারা ।।

গুরু যার সহায় আছে সংসারে
লোভে সাঙ্গ দিয়ে সেহি যাবে সেরে
অঘাটায় মরণ হল আমারে
জানলাম না গুরুর করণ কী ধারা ।।

মহতে কয় থাকলে পূর্ব সুকৃতি
দেখিতে শুনিতে হয় গুরুপদে মতি
সে সুকৃতি আমার থাকতো যদি
তবে কী আর আমি হতাম পামরা ।।

সময় ছাড়িয়া জানিলাম এখন
গুরু কৃপা বিনে বৃথা এ জীবন
বিনয় করে কয় ফকির লালন
আর কি আমি পাব অধরা ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।