Skip to content

অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে – লালন ফকির

অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে ।
প্রতিপদে হয় সে উদয় দৃষ্টি হয় না কেন তারে ।।

মাসে মাসে চাঁদের উদয়
অমাবস্যা মাস অন্তে হয়
সূর্যের অমাবস্যা নির্ণয়
জানতে হবে নিহাজ করে ।।

ষোলকলা হইলে শশী
তবে তো হয় পূর্ণমাসী
পনেরই পূর্ণিমা কিসি
পন্ডিতেরা কয় সংসারে ।।

জানতে পারলে দেহচন্দর
স্বর্ণচাঁদের পায় সে খবর
সিরাজ সাঁই কয় লালন তোর
মূল হারালি কলির ঘোরে ।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।