[A]

আয় লো সই খেলব খেলা
     ফাগের ফাজিল পিচকিরিতে।
আজ শ্যামে জোর করব ঘায়েল
     হোরির সুরের গিটকিরিতে।
   বসন ভূষণ ফেল লো খুলে,
   দে দোল দে দোদুল দুলে,
   কর লালে লাল কালার কালো
     আবির হাসির টিটকিরিতে॥
[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।