Skip to content

হোরির রং লাগে আজি গোপিনীর তনু মনে – কাজী নজরুল ইসলাম

[A]

রসিয়া হোরি

হোরির রং লাগে আজি গোপিনীর তনু মনে।
অনুরাগে-রাঙা গোরীর বিধু-বদনে॥
ফাগের লালি আনিল কে,
কাজল-কালো চোখে
কামনা-আবির ঝরে রাঙা নয়নে॥
অশোক রঙন ফুলের আভা
জাগে ডালিম-ফুলি গালে,
নাচিছে হৃদয় আজি
রসিয়ার নাচের তালে।
তাম্বুল- রাঙা ঠোঁটে
ফাগুনের ভাষা ফোটে,
প্রাণের খুশির রং লেগেছে
রাঙা বসনে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।