Skip to content

হে রাষ্ট্রযন্ত্র শুনতে পাচ্ছ? – প্রদীপ বালা

(ছত্তিশগড়ে মাওবাদী সন্দেহে পুলিশের ভুয়ো এনকাউন্টারে মৃত ১৯ বছরের বিবেক কোডামাগুন্ডলা – ১৫ই জুন ২০১৫ খবরে প্রকাশিত)

বৃষ্টি পড়ছে
ঝুম বৃষ্টি পড়ছে

হারান মন্ডলের চোখে ঘুম নেই
হারান মন্ডল ধানক্ষেতের আলে দাঁড়িয়ে থাকে
যুবতী ধানক্ষেত, গা বেয়ে গড়িয়ে পড়া জল
হারান মন্ডলের চোখে ঘুম নেই

আমি কখনও বৃষ্টিভেজা ধান গাছ দেখিনি
ধানক্ষেতে শুয়ে থাকা
বৃষ্টি ভেজা কোন ধর্ষিতা নারীর চোখও দেখিনি
দেখিনি তার অসহায় পিতার বৃষ্টি ভেজা মুখ
আমি বৃষ্টিভেজা কোন বেশ্যার শরীরও দেখিনি

এই অসুখের শহরে
আমার কোন বৃষ্টি ভেজা বিবেক নেই

ঊনিশ বছরের বিবেক লাল রঙ হতে চেয়েছিল
শরীরের ভেতরের ধমনীতে যে বিশুদ্ধ লাল রঙ থাকে
সেইরকম
কিন্তু আমার স্বদেশের কোন ধমনী নেই
তাই তার কোন বিশুদ্ধ লাল রঙও নেই
বিবেককে ধারণ করার জায়গাও নেই!
আছে শুধু শকুনের খোঁয়াড়
আর সাঁজোয়া ভবনের বেশ্যার দালালেরা

হে রাষ্ট্রযন্ত্র শুনতে পাচ্ছ,
ঊনিশ বছরের বিবেক তোমার ধমনী হতে চেয়েছিল
তুমি তার বাড়িতে বেশ্যার দালাল পাঠালে
এনকাউন্টারের আগে তার শরীরের সমস্ত
হাড় মেরে ভেঙে দিলে
তারপর শবাসনে শুয়ে পড়লে!
ঊনিশ বছরের এক বিবেককে এত ভয়?

বিবেক তোমার জন্য কেউ হাঁটছে
বৃষ্টির জল, ছাঁট, কাদা উপেক্ষা করে হাঁটছে
অসুখের স্বদেশ, চোখ রাঙানি, সাঁজোয়া ভবন
কর্পোরেট সমাজ
উপেক্ষা করে হাঁটছে
তাদের কাঁধে রাইফেল, বুলেটে বুলেটে লাল রঙ

তোমার জন্য তুলে রাখা একটি বোমায়
আবার বারুদ ঠাসা হচ্ছে
যেকোন মুহুর্তে তা ফাটতে পারে…

হে রাষ্ট্রযন্ত্র তুমি কি দেখতে পাচ্ছ?

1 thought on “হে রাষ্ট্রযন্ত্র শুনতে পাচ্ছ? – প্রদীপ বালা”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Ads Blocker Image Powered by Code Help Pro

অ্যাড ব্লক পাওয়া গেছে!!

সত্যি বলছি, আমরাও বিজ্ঞাপন পছন্দ করিনা! কিন্তু বিজ্ঞাপন এই ওয়েবসাইটকে বিনামূল্যে চালাতে সাহায্য করে! 

দয়া করে অ্যাড ব্লকার বন্ধ করে পুনরায় লোড করুন।