Skip to content

হে চির-সুন্দর, বিশ্ব-চরাচর – কাজী নজরুল ইসলাম

[A]

ভজন
ভৈরবী কাহারবা

হে চির-সুন্দর, বিশ্ব-চরাচর
তোমারই মনোহর রূপের ছায়া।
রবি-শশী-তারকায় তোমারই জ্যোতি ভায়
রূপে রূপে তব অরূপ কায়া॥
দেহের সুবাস তব কুসুমগন্ধে,
তোমার হাসি হেরি শিশুর আনন্দে।
জননীর রূপে তুমি আমাদের যাও চুমি
তব স্নেহ-প্রেমরূপ কন্যা জায়া॥
হে বিরাট শিশু! এ যে তব খেলনা –
ভাঙাগড়া নিতি নব, দুখ-শোক-বেদনা।
শ্যামল পল্লবে সাগর-তরঙ্গে
তব রূপলাবণি দুলে ওঠে রঙ্গে,
বিহগের কণ্ঠে তব মধু কাকলি,
মায়াময়! শত রূপে বিছাও মায়া॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।