Skip to content

হেসে হেসে কলসি নাচাইয়া কিশোরী চলে – কাজী নজরুল ইসলাম

[A]

ভৈরবী খেমটা

হেসে হেসে কলসি নাচাইয়া কিশোরী চলে।
রিনিঠিনি কলস-কাঁকনে কী কথা বলে॥
নেচে চলে চাঁপা-বরনা যেন ঝরনা
বাহু দোলাইয়া,
নয়ন-কুরঙ্গ জাগায় গো তরঙ্গ
নদীর জলে॥
এত রূপ লাখ চোখে ধরে না
তারে দেখি কী করে,
বিধি দিল দুটি আঁখি আমারে
তাহে হায় পলক পড়ে।

গ্রামের পথ চাহে তারে
ডাকে বাঁশি বন-পারে,
গিরি-দরি-নদী চাহে যারে
তাহারে চাহি কোন ছলে॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।