Skip to content

স্বপ্ন হবে এমন – দয়াল দাস

স্বপ্ন কতই যাচ্ছি দেখে
বালিশটাতে মাত্থা রেখে।
দেখেই মজা পাচ্ছি কেবল:
আমি পাশে আছিস তুই।
স্বপ্নে কেবল ‘টিক্কা’ই পাই
বাস্তবে পাই ‘চিড়ার দুই’।
স্বপ্ন কত যাচ্ছি দেখেই,
ঘুমঘোরে নয়,জেগে থেকেই।
পুলিশ, ফরেন, কাস্টম অফিস
এনবিআরে হলাম হা,
স্বপ্নে কতই চাকরি হলো
বাস্তবে পাই ‘কোটা’র ঘা।
স্বপ্ন অনেক যাচ্ছ দেখে
আমার মতই এমন কে কে?
স্বপ্ন ভেঙে যেতেই পারে,
আছিস নাকি তৈরি?
স্বপ্ন দেখার সুযোগ দিতে
এ ‘খাট’ ভীষণ বৈরী।
স্বপ্ন ভেঙে যাচ্ছে ভেবে,
স্বপ্ন দেখা ছেড়েই দেবে?
তবেই করলে আত্মহত্যা
আখ্যা তোমার: ভীতু।
স্বপ্ন দেখলে সেই স্বপনে
থাকতে হবে থিতু।
স্বপ্ন হলো এমন: যাকে
চোখ নাই যার,সেও আঁকে ।
স্বপ্নকে তাই হতেই হবে
এমন পাহাড়-দৃঢ়:
স্বপ্ন তুমি দেখেই যাবে
বিঁধলে চোখে তীরও।

1 thought on “স্বপ্ন হবে এমন – দয়াল দাস”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।