Skip to content

স্বপ্নালো — দূরের দূরবীন

অবিরাম স্বপ্ন দেখে কোন এক পাখি, প্রতিটি শহরে দৃষ্টি বদল করে ডানা ঝাঁপটায় ,
শুধুই ঠোঁটের পরিমাণ খাবার যোগাড়ের প্রত্যাশায়। বয়ে বেড়ায় সমস্ত শহরের ধুলো তার এলোমেলো পালকে ,
শুধুই
খুঁজে নেয়ার প্রত্যয়ে টিকে থাকে শেষ আশায়। ঘুরছে ত ঘুরছেই ঠিকানাবিহীন। অনেক রাতে ভাবতে বসে, উদ্দেশ্যহীন, ব্যর্থ চোখ খোঁজে কাকে? কোন আলো কে?
চাঁদ সূর্য নয়,
তারা বাতি নয়,
এই আলো লক্ষ আলোকবর্ষ দুরের । দেখা যায়,
অনুভব করা যায়,
ছড়িয়ে দেয়া যায়,
কিন্তু চোখে প্রতিফলিত হয়না এই স্বপ্নালো! অনুমতি খোঁজে ছবি হয়ে দেয়ালে সেঁটে থাকার । শুধু অনুমতি নেই প্রতিদিন হারানো ঠিকানা খোঁজার ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।