Skip to content

সোমনাথ রায় – ঈশ্বরের হাত

আমার গলাটা টিপে টিপে
জন্ম দাও, আমাকে বাঁচিয়ে রাখে
টেপা আর টেপার মাঝখানে
যে বিরতি, সেখানেই জন্মান্তর সাঁকো

গলাটা টিপলেই চোখে অন্ধকার দেখি
বেমানান, নিজেকে দুয়ো দিই নিজে
কখনো করুণায় বা নিরুপায় বোধে
ছাড় দিলে, শ্বাস নিই, খুশিতে দু’চোখ যায় ভিজে

দুঃখ আর আনন্দের ফোঁড়গুলি নিয়ে
বেঁচে থাকা এ জীবন
গুডবুকে-ব্যাডবুকে ডুবি ভাসি
ঈশ্বরের হাতে কাঁচি কিংবা ছুঁচ-সুতো সারাক্ষণ

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।