Skip to content

সেদিনও প্রভাতে রাতুল শোভাতে – কাজী নজরুল ইসলাম

[A]

ভৈরবী আদ্ধা কাওয়ালি

সেদিনও প্রভাতে রাতুল শোভাতে
হেসেচ বুকে মোর চারুহাসিনী।
পরেছ খোঁপাতে আমার-দেওয়া ফুল
সে কি গো সবই ভুল বিজনবাসিনী॥
যেচেছ কত না আদর-সোহাগ
ক্ষণে অভিমান ক্ষণে অনুরাগ,
কত প্রিয় নামে ডেকেছ আমারে
সে কি গেছ ভুলে মধুভাষিণী॥
আমার আশা সাধ সাধনা সুখ হাসি
তোমার সাথে প্রিয় গিয়াছে সব ভাসি
কেন ফেলে দিলে নিরাশার কূলে,
কোন অপরাধে বলো উদাসিনী॥

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।