Skip to content

সাঁকো – শ্রীজাত

‘চলে গেলে কেন?’– এ-প্রশ্ন করা সোজা।
‘থাকলেই হতো’– এ-কথা বলাও সহজ।
দূর থেকে তবু কিছুতে যায় না বোঝা,
কার বেঁচে থাকা কতখানি ভারবহ।

মুখে মৃদু হাসি লেগে থাকে যতদিন,
আমরা সকলে ধরে নিই, ভাল আছে।
ভিতরে ভিতরে আয়ু হয়ে আসে ক্ষীণ…
কে আর জীবনে বাঁচার জন্য বাঁচে!

ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়া লোক,
চড়া আলোতেও মনখারাপের ভয়।
চশমার নীচে ঢাকা পড়ে যায় চোখ…
অবসাদ কোনও কুশলকাব্য নয়।

আমরা সকলে বিচারসভার হোতা,
আমরা সকলে সব জানি। সব কিছু।
খালি পা-ই বোঝে, কোথায় পেরেক পোঁতা,
আজও মন তাই মৃত্যুর কাছে নিচু।

যে গেছে, সে নেই। যারা আছে, তারা থাক।
মন খুলে দিক জানলার মতো রোজ।
সকলে পাঠাক পরস্পরকে ডাক,
যে ফেরেনি, আমি নিয়েছি তো তার খোঁজ?

জাগা যে অসহ। তাই ঘুমে চলে যাও।
যারা আছি, যেন বেঁধে নিতে পারি সাঁকো…
জানি দুষ্কর, বলতে চাইছি তাও –
বিপদের দিনে বন্ধুকে কাছে রাখো।

[A]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।